
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ছাত্রলীগকে আর রাজনীতির সুযোগ দেয়া যাবে না। বরং সকলকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
৭ অক্টোবর, সোমবার বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পঞ্চম বার্ষিকীতে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নুরুল হক বলেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক করতে চায়, সেই বন্ধুত্ব হবে মর্যাদার ভিত্তিতে, গোলামের ভিত্তিতে নয়।
এদিকে, আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র-জনতার সংহতি সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহও ছাত্রলীগের রাজনীতি বাতিলের দাবি জানান।
এ সময় তিনি আরও বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ অক্টোবর ছাত্রলীগের একদল নেতাকর্মীর নির্মম নির্যাতনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ নিহত হন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]