সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৪ অক্টোবর, শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহিন রেজা এই আদেশ দেন।
এর আগে দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ইন্টেল টিমের পরিদর্শক মো. খাইরুল ইসলাম। শুনানি শেষে বিচারক শাহিন রেজা তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একইদিন ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেন সিটিটিসি ইউনিটের সদস্যরা।
ডিএমপির মিডিয়া সেল থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া, পল্লবী ও খিলগাঁও থানার আরও দুটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে আরও তিনটি মামলা বিচারাধীন আছে। তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানায় ডিএমপি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]