শেখ হাসিনার নামে ভুয়া পদত্যাগপত্র প্রকাশে নিন্দা ও প্রতিবাদ ইউরোপিয়ান আ.লীগের
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:১৩
শেখ হাসিনার নামে ভুয়া পদত্যাগপত্র প্রকাশে নিন্দা ও প্রতিবাদ ইউরোপিয়ান আ.লীগের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গত ৫ আগস্ট ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেনাবাহিনী প্রধান গণমাধ্যমকে বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দীর্ঘ ছয় সপ্তাহ পর সামনে এলো সেই পদত্যাগপত্র- যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া পদত্যাগপত্রটি ভুয়া আখ্যায়িত করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।


১৬ সেপ্টেম্বর, সোমবার সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।


বিজ্ঞপ্তিতে সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, ' বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদত্যাগ করেছেন- এই মর্মে একটি ভুয়া পদত্যাগপত্র দেশের টিভি চ্যানেলসহ বিভিন্ন মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। যা সম্পূর্ণ মিথ্যা।


নেতৃদ্বয় বলেন, ‘আমরা এই জঘন্য মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’


বিবার্তা/এইচআর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com