বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের তারিখ পেছানোর পর এবার র্যালির তারিখ পরিবর্তন করেছে বিএনপি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে রোববার (১৫ সেপ্টেম্বর) সারাদেশে বিভাগীয় শহরে অনুষ্ঠেয় র্যালির তারিখ পরিবর্তন করে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে।
দলের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সারাদেশে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিএনপির। বৈরী আবহাওয়া কারণে দুদিন পিছিয়ে মঙ্গলবার সমাবেশ করার সিদ্ধান্ত দিয়েছে দলটি।
এদিন দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]