ধানমণ্ডি ৩২ নাম্বারে রোকেয়া প্রাচীর ওপর হামলা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ২১:১৫
ধানমণ্ডি ৩২ নাম্বারে রোকেয়া প্রাচীর ওপর হামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অভিনেত্রী রোকেয়া প্রাচীর নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের সময় হামলার অভিযোগ উঠেছে।


১৪ আগস্ট, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রদীপ প্রজ্বলনের সময় এ হামলা হয়।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রদীপ প্রজ্বলনের সময় ৩০-৩৫ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে সবাইকে হুমকি দেয়। একপর্যায়ে তাকে লাঠি দিয়ে মারতে থাকে যুবকেরা। একের পর এক আঘাতে অভিনেত্রী লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত সহশিল্পীরা সেখান থেকে সরিয়ে নেন।


হামলার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের ওপরে অতর্কিত হামলা হয়। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম।


হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয়। যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে। প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে। তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে। তাদের কথাবার্তা শুনেই বুঝেছি তারা দুষ্কৃতকারী নন।


এর আগে সন্ধ্যায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com