আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।
সোমবার (১২ আগস্ট) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বিবৃতিতে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও হিন্দু ধর্মাবলম্বীদের ওপর শারীরিক আক্রমণ, ধর্মস্থান-ঘরবাড়ি-ব্যবসাস্থানে হামলা ও দখল এবং প্রকাশ্য-গোপন অব্যাহত চাঁদাবাজির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানান। নেতারা এসব ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের আইনের আওতায় এনে যথোপযুক্ত শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন
বিবৃতিতে জাসদ নেতারা বলেন, যে কোনো রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী ও লুটপাটকারী-দখলদার-চাঁদাবাজরা সর্বপ্রথম আদিবাসী ও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের ওপর নিজেদের হীন রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ঝাঁপিয়ে পড়ে। তারা এই ধরনের আচরণ চিরতরে বন্ধের জন্য এখনই কার্যকর ব্যবস্থা শুরু করতে সরকার-প্রশাসন-রাজনৈতিক দল-মতের প্রতি আহ্বান জানান।
জাসদ সভাপতি ও সাধারণ সম্পাদক দেশের আদিবাসী ও ধর্মীয় সংখ্যালঘু জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]