
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোডে দিচ্ছিন শোডাউন।
৪ আগস্ট, রবিবার সকাল থেকে ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নিতে শুরু করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। এদিন সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে।
সকাল থেকে মিরপুরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিরপুর-১০ নম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনটির নেতাকর্মীরা গোল চত্বরে অবস্থান নিয়েছেন। যুবলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও মিরপুর-১০ নম্বরের দখল নিয়েছেন।
রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবকলীগ। উল্লেখ্য, কোটা বিরোধী আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিন আজ।
বিবার্তা/সোহেল/
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]