
কোটা আন্দোলন ঘিরে সারাদেশে অস্থিরতা বিরাজ করছে। এ অবস্থায় শনিবার (৪ আগস্ট) রাজধানীর সব ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের জমায়েত কর্মসূচি পালন করবে। দেশের সকল জেলা ও মহানগরে জমায়েত কর্মসূচি পালন করা হবে।
এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদের স্মরণে সোমবার (৫ আগস্ট) বিকালে ‘শোক মিছিল’ করবে আওয়ামী লীগ।
৩ আগস্ট, শনিবার বেলা আড়াইটায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (৫ আগস্ট) বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে এ মিছিল শুরু হবে।
এর আগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীতে শুক্রবারের শোক মিছিল স্থগিত করে আওয়ামী লীগ। পরে সেই শোক মিছিল শনিবার হবে বলে জানানো হয়। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত শনিবারেরও শোক মিছিল স্থগিত করে দলটি।
বিবার্তা/সোহেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]