
কোটাবিরোধী আন্দোলনে সরকার শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী যৌক্তিক সমাধান হওয়ায় তাদের আন্দোলন পরিহার করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।
১ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই আহ্বান জানান নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. আমজাদ আলী।
তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির কাঙ্ক্ষিত সমাধান হওয়ায় তাদের আন্দোলনের পথ পরিহার করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ভূমিকা রাখা ও রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়ানকে পরিণত না হওয়ার ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হামলা, ভাঙচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কি-না এমন প্রশ্ন করা হলে অধ্যাপক ড. মো. আব্দুর রহিম বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। এখানে ব্যর্থতার কোনো বিষয় নেই।
তিনি আরো বলেন, আন্দোলনের সূচনা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর রহমতে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল যেটার জন্য আমরা দুঃখিত। সেটাও যদি না হতো আমরা খুশি হতাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে দায়িত্বশীল ভূমিকাই পালন করেছে তাই এখানে ব্যর্থতার কোনো প্রশ্নই আসে না।
এ সময় আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া অপ্রীতিকর সব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তির আওতায় আনা; আবাসিক হলসমূহে বৈধ ও নিয়মিত শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত করতে হবে; দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করা; এবং ক্যাম্পাসে শিক্ষার্থী-শিক্ষকসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বিবার্তা/রিন্টু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]