
জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতার স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ‘৭১।
১ আগস্ট, বৃহস্পতিবার সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে শুধু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করলেই চলবে না- তাদের সকল আর্থিক প্রতিষ্ঠানকে বাজেয়াপ্ত করে সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জামায়াত-শিবিরের জঙ্গি কার্যক্রম বন্ধ করতে হলে তাদের সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানও নিষিদ্ধ জরুরি। জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ যেন একই আদর্শে নতুন করে কোনো রাজনৈতিক দল গঠন করতে না পারে- সেইদিকে লক্ষ্য রাখতে হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্পর্শকাতর ইস্যুতে রাজনীতি করা ভালো- কিন্তু সেটা অতি দীর্ঘ হয়ে গেলে জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের এমন ক্ষতি দণ্ড হিসেবে মেনে নিয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হচ্ছে। অথচ এই জঙ্গি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নিকট অতীতে সবচেয়ে মোক্ষম সময় ছিল শাহবাগ গণজাগরণ আন্দোলন। বলা চলে, সেইসময় প্রায় পুরো জাতিই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সোচ্চার ছিলেন।
দীর্ঘসময় পরে হলেও মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তির রাজনৈতিক সংগঠন ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে নিষিদ্ধ করায় সরকারকে আবারো অভিনন্দন জানিয়েছে গৌরব ‘৭১।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]