জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেফতার
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১৯:৪৮
জামায়াত নেতা কাদের মোল্লার ছেলে গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান মওদুদকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানা পুলিশ।


শনিবার (২৭ জুলাই) হাতিরঝিল থানার ওয়ারলেস এলাকায় অভিযান চালিয়ে হাসান মওদুদকে গ্রেফতার করা হয়।


হাতিরঝিল থানার অফিসার ইনর্চাজ শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ১৮ জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে পুঁজি করে বিএনপি-জামায়াত ও শিবিরের নাশকতাকারী চক্র হাতিরঝির থানার উলন দাসপাড়া শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপূর্ব মন্দির সংলগ্ন রাস্তার ওপর পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট পাটকেল নিক্ষেপসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কর্তব্যরত পুলিশ সদস্যরা আহত হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়।


হাতিরঝিল থানায় দায়ের করা ওই মামলায় হাসান মওদুদকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com