শিরোনাম
বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৮:২২
বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


২৭ জুলাই, শনিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার মহানগর মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।


আগামী ৩ আগস্ট রিমান্ড শেষে তাদের আবার আদালতে হাজির করা হবে।


আসামিপক্ষে আজ আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ, আবু বকর সিদ্দিক ও তানজিম চৌধুরী।


আইনজীবী আবু বকর সিদ্দিক আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।


আইনজীবী বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারে তার নাম নেই।


এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করে ডিবি পুলিশ।


সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন ব্যাপক সহিংস রূপ নেয়। এতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ব্যাপক নাশকতায় ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার।


বিবার্তা/জবা

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com