
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ।
২৫ জুলাই, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এলিফেন্ট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ্যানির বড় ভাই হ্যাপি চৌধুরীর বরাত দিয়ে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিকে, কোটা আন্দোলন ঘিরে নাশকতার ঘটনায় হওয়া মামলায় বিএনপি নেতা আমীর খসরুসহ বিএনপি-জামায়াতের ৪০৫ নেতাকর্মীকে বুধবার (২৪ জুলাই) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
এর আগে, মঙ্গলবার আদালতের মাধ্যমে বিএনপি-জামায়াতের ৫৬৪ জনকে কারাগারে ও ১৭ জনকে রিমান্ডে পাঠানো হয়।
এ ছাড়া সোমবার কারাগারে পাঠানো হয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানসহ ১৭৩ জনকে। রোববার ১৭৩ জন, শনিবার ৪৯ জন এবং শুক্রবার ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]