রাষ্ট্রবিরোধী জঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করার আহ্বান প্রগতিশীল যুব সংগঠনগুলোর
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৫:৪৫
রাষ্ট্রবিরোধী জঙ্গিগোষ্ঠীকে প্রতিহত করার আহ্বান প্রগতিশীল যুব সংগঠনগুলোর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কোটা পদ্ধতি সংস্কার করে সর্বোচ্চ আদালতের রায় শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা প্রমাণ করে বলে মনে করেন প্রগতিশীল যুব সংগঠনসমূহের নেতৃবৃন্দ।


২৫ জুলাই, বৃহস্পতিবার যুবমৈত্রীর সাধারণ সম্পাদক তাপস দাস স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই রায়ের মধ্যে দিয়ে ছাত্র আন্দোলনের বিজয় অর্জিত হয়েছে। তবে সরকার যথাযথ সময়ে প্রদক্ষেপ গ্রহণ না করায় আন্দোলনে যে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে তা দুঃখজনক। অবিলম্বে এই ঘটনা তদন্ত করে প্রাণহানির সংখ্যা নিরুপন করে প্রতিটি মৃত্যুর তদন্ত করে দোষীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেয়া হোক। একই সাথে আহত নিহতদের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে চিৎকিসা সেবা ও ক্ষতিপূরণের দাবি জানান নেতৃবৃন্দ।


একই সাথে এই আন্দোলনকে পুঁজি করে বিভিন্ন সন্ত্রাসী জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামাত-শিবিরসহ যেসকল অপশক্তি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও নাশকতা করেছে তা প্রতিহত করার আহ্বান জানিয়েছেন যুব নেতৃবৃন্দ। এই সন্ত্রাসী গোষ্ঠীর পরিকল্পনা ও ধ্বংসযজ্ঞের ফলে উদ্ভুত পরিস্থিতিতে যে প্রাণহানি হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানানো হয়।


একই সঙ্গে জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করে ৭২ এর সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের আলোকে দেশকে এগিয়ে নেয়ারও আহ্বান জানান তারা।


যুব নেতৃবৃন্দ ব্যাপক নাশকতা ও রাষ্ট্রবিরোধী জঙ্গিবাদী ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিহত করতে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করার প্রত্যয় ব্যক্ত করেন ।


যৌথ বিবৃতিতে প্রগতিশীল যুব সংগঠন বাংলাদেশ যুব মৈত্রী সভাপতি তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক তাপস দাস, জাতীয় যুব জোট সভাপতি শরিফুল কবির স্বপন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, বাংলাদেশ যুব আন্দোলন সভাপতি মুশাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক পল্লব পাল, জাতীয় যুব ঐক্য আহ্বায়ক মিনহাজ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ এই আহ্বান জানান।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com