
বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল সকল নেতা কর্মী ও জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
১৮ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বিএনপি-জামাতের সশস্ত্র ক্যাডাররা বিটিভি জ্বালিয়ে ভস্মীভূত করেছে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণের ঘোষণা দিয়ে মরণ কামড় দিতে উদ্ধত হয়েছে।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কঠোর নির্দেশনা প্রদান করেছেন। এমতাবস্থায় সারা দেশে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করার নির্দেশনা প্রদান করা হলো।
এই মুহূর্তে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের স্ব-উদ্যোগে প্রয়োজনীয় কর্মসূচি নিয়ে সতর্ক পাহারায় থাকার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হলো।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]