
কোটাবিরোধীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক, সাবেক মেয়র মিলন ও আন্দোলনকারীসহ অন্তত ৩০-৩৫ জন আহত হয়েছেন।
১৭ জুলাই, বুধবার গাইবান্ধায় এ ঘটনা ঘটে।
এদিন দুপুর ১টার দিকে অগ্নিসংযোগ করেন কোটাবিরোধীরা। এরআগে বেলা ১১টায় কোটাবিরোধীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিবি রোডের এসপি অফিসের সামনে সমাবেশ করে। মিছিলটি আবারো বড় মসজিদ থেকে ঘুরে ১নং রেলগেটে এসে বিক্ষোভ করে। এসময় কোটাবিরোধীরা বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, হাতে লেখা পোস্টার নিয়ে স্লোগান দিতে থাকে এবং রেলপথসহ শহরের সব ধরণের যোগাযোগ বন্ধ করে দেয়।
এক পর্যায়ে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগ অফিসে ভাংচুর শুরু করে। পরে চত্বরে ৪টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। কোটাবিরোধীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়।
বিবার্তা/খালেক/রোমেল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]