পরের ওপর নির্ভর করে আন্দোলন হয় না, বিএনপিকে ওবায়দুল কাদের
প্রকাশ : ০৩ জুলাই ২০২৪, ১৮:২২
পরের ওপর নির্ভর করে আন্দোলন হয় না, বিএনপিকে ওবায়দুল কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি এখন পরনির্ভর। কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে দলটি। তবে পরের ওপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


৩ জুলাই, বুধবার বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


ওবায়দুল কাদের বলেন, বিএনপির মনের জোর কমে গেছে। মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়। গাড়ি চালকদের মতো বিএনপিও এখন বেপরোয়া, কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই। দলটির নেতাদের দিনের আরাম ও রাতের ঘুম হারাম হয়ে গেছে।


সেতুমন্ত্রী বলেন, রিজার্ভ বাড়তে শুরু করেছে। জিনিসপত্রের দামও কমে আসবে। দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে আওয়ামী লীগ। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com