প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ.লীগের প্রতিটি কর্মী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ২০:১৫
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আ.লীগের প্রতিটি কর্মী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।


২৯ জুন, শনিবার বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি।


বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।


আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেন, নেত্রী আমাদেরকে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন। ইনশাআল্লাহ নেত্রীর প্রতিটি কর্মী জীবন দিয়ে এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করবে। ২০৪১ সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। বিশ্বের বুকে মাথা উঁচু করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণের মধ্যদিয়ে আমরা নেত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। আজকের দিনে এটাই হোক আমাদের প্রত্যাশা, এটাই হোক আমাদের শপথ।


মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের ভৌগোলিক স্বাধীনতা অর্জন করেছি। যার কারণে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে। আর এই ভৌগোলিক স্বাধীনতাকে অর্থবহ করেছেন তারই রক্তের উত্তরাধিকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা।


তিনি আরো বলেন, অর্থনৈতিক মুক্তি অর্জনের মধ্য দিয়ে আজ আমরা বিশ্বের মানচিত্রে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মর্যাদাশীল, আত্মনির্ভরশীল, উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ডিজিটাল বাংলাদেশ আজকে সম্পন্ন হয়েছে নেত্রীর সুযোগ্য পুত্র এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় পরিকল্পনায়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com