কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় শেষে মাহবুবউল আলম হানিফ
মত-দ্বিমত থাকলেও এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে : হানিফ
প্রকাশ : ১৭ জুন ২০২৪, ১১:৪৮
মত-দ্বিমত থাকলেও এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে : হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে সকলের মত-দ্বিমত থাকলেও এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। কে কোন দল করে সেটা বড় বিষয় নয়।


আজ সোমবার (১৭ জুন) সকালে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়া পৌর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন।


সোমবার সকাল ৭.৩০টায় ঈদগাহে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশ নেয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


নামাজ শেষে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান হানিফ। তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সব মানুষের জীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন হানিফ।


এ সময় মাহবুবউল আলম হানিফ বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে এই দলকে উন্নয়নের পক্ষে, শান্তির পক্ষে কাজ করার আহবান জানান। একইসাথে তিনি অতীতের মতো ধ্বংসাত্মক ও সহিংস কার্যকলাপ থেকে বিরত থাকারও আহবান জানান। সোমবার সকালে কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহের মাঠে ঈদুল আজহার নামাজ শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।


এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com