বেনজীর-আজিজদের দায় এড়াতে পারবে না সরকার: রিজভী
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৯:২৮
বেনজীর-আজিজদের দায় এড়াতে পারবে না সরকার: রিজভী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুলিশের সাবেক মহাব্যবস্থাপক (আইজিপি) বেনজীর আহমেদের পরিণতি স্থানীয় পুলিশ কর্মকর্তাদের স্মরণে রাখতে অনুরোধ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


৪ জুন, মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ অনুরোধ জানান।


সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজীর যখন বন্দুকের ভাষায় কথা বলতেন, তখন তো তাকে অস্বীকার করেননি। বেনজীর-আজিজদের বিকট দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না।


এদিন এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নন। তারা নিজ নিজ যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজ নিজ বাহিনীর শীর্ষপর্যায়ে উঠেছিলেন। তাদের অপকর্মের বিচারের সৎসাহস শেখ হাসিনার আছে।


রিজভী বলেন, আজিজ-বেনজীর তাদের লোক নয়। যে লোক এতদিন এই ডামি সরকারের হয়ে কাজ করেছে, আজ তাকেই কেন ঘাড় থেকে নামানোর চেষ্টা করছেন? ভার সইতে না পেরে? সেই লোকের দায় এখন কাঁধে নেবেন না কেন? আগে তো কখনও বেনজীরের বিরুদ্ধে কথা বলেননি। তাকে ব্যবহারের পাশাপাশি সরকার বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বিচার বিভাগ। ক্ষমতাসীনদের জন্য এক আইন আর বিরোধীদের জন্য আরেক। তাদের কিসের আইনি প্রক্রিয়া। সব হলো আওয়ামী আর গোপালগঞ্জ প্রক্রিয়া।


রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেবকে বলতে চাই- আপনি কি ডানে-বামে তাকিয়ে কথা বলছেন, নাকি আপনাদের স্বভাবসুলভ ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন। আপনার কথাই যদি ঠিক হয়, তবে আপনাদের ডামি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫টি মামলা হয়েছিল কীভাবে? তাছাড়াও অসংখ্য আওয়ামী শীর্ষ নেতাদের নামে কীভাবে তখন এত মামলা হয়েছিল?


তিনি আরও বলেন, শীর্ষ নেতা মরহুম আব্দুল জলিল, শেখ সেলিম, আপনি নিজে এবং আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতারা গোয়েন্দাদের নিকট কি স্বীকারোক্তি দিয়েছিলেন, সেটি কিন্তু এখনো অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়ে আছে। ব্যাংক খালি হওয়া, লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, আওয়ামী ঘনিষ্ঠ বিপুল অঙ্কের ঋণখেলাপি, নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তারা কি তাহলে আওয়ামী লীগের মাঝারি নেতা। আপনার কথায় মনে হয়, মাঝারি নেতাদের দুর্নীতি করার অধিকার রয়েছে। আপনাদের কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে।


রিজভী বলেন, ক্ষমতা দখলে রেখে অনন্তকাল অবৈধভাবে ক্ষমতায় থাকার অসৎ অভিপ্রায়ে, বিএনপি নেতাকর্মীদের বিনাশ করার জন্য শেখ হাসিনা তাঁর প্রতিহিংসা চরিতার্থ করতে বেনজীর-আজিজদের ব্যবহার করার পাশাপাশি বড় হাতিয়ারে পরিণত করেছে বিচার বিভাগকে। যে বিচারালয় ছিল মানুষের শেষ আশ্রয়স্থল, সেই বিচারাঙ্গণকে পরিণত করা হয়েছে আওয়ামী স্বর্গ আর বিরোধীদের জন্য আতঙ্কপুরী। তাদের নিজেদের লোকদের জন্য এক আইন-সাত খুন মাফ। আর বিরোধীদের জন্য গণভবনের ফরমায়েশি নির্দেশ অনুযায়ী চলে বিচার কার্যক্রম। তারা জামিনও পাবে না। বিনা দোষে তাদের সাজা ভোগ করতে হবে। বিচারকের আসনে বসানো হয়েছে বাছাই করা দলীয় লোকজন। বিচারের বাণী আক্ষরিক অর্থে আজ নিভৃতে কাঁদছে।


এসময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে রিজভী বলেন, গণতন্ত্রকে অস্বীকার করে ডামি সরকার রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে আওয়ামীকরণের মাধ্যমে জনগণকে ক্রীতদাস বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী ফ্যাসিজমের ছায়া-উপচ্ছায়া দেশের ওপর বিস্তার লাভ করেছে। আওয়ামী লীগ কখনোই জনকল্যাণে ইতিবাচক রাজনীতি করেনি। খুন, রক্তপাত, সহিংসতা, দখল, টাকা পাচার আর অনর্গল মিথ্যা কথা বলাই আওয়ামী লীগের রাজনীতি।


সরকারের কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর ঋণ খেলাপির খবর বের হচ্ছে। শীর্ষ নেতাদের ফোনেই এসব ঋণ দেয়া হয়েছে বলে মন্তব্য করেন রিজভী।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com