পুলিশ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে: সানজিদা খানম
প্রকাশ : ০২ জুন ২০২৪, ২০:৩৫
পুলিশ ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র নস্যাৎ করেছে: সানজিদা খানম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট সানজিদা খানম এমপি বলেছেন, বাংলাদেশ পুলিশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান। যুগ যুগ ধরে তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। বাংলাদেশে একটা দল, একটা অপশক্তি পুলিশের মনোবল ভেঙে দিতে সবসময়ই চেষ্টা চালায়, সে উদ্দেশ্যে তারা পুলিশের গাড়িতে আগুন দেওয়া, ইট দিয়ে পুলিশ সদস্যের মাথা থেতলে দেওয়াসহ আরো অনেককিছুই করেছে। কিন্তু পুলিশ প্রশাসন কখনোই মনোবল হারায়নি, তারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।


২ জুন, রবিবার দুপুরে যাত্রাবাড়ীর নূর কমিউনিটি সেন্টারে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় এসব কথা বলেন এডভোকেট সানজিদা খানম এমপি। সভার আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারী জোন।



ওয়ারী জোনের ৬ থানার ১৮ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে এডভোকেট সানজিদা খানম বলেন, পুলিশ প্রশাসন জীবনের ঝুঁকি নিয়ে সারাবছর কাজ করেন। জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গত দ্বাদশ নির্বাচনে যে ভূমিকা রেখেছে, যে ভূমিকার কারণে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। পুলিশ প্রশাসনের যে সহযোগিতা জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে তা সত্যিকারার্থেই প্রশংসনীয়, আমি তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে ওয়ারী জোনের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করবে বলে আমি প্রত্যাশা করি। আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ কাউকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে না। সেক্ষেত্রে নির্বাচন যাতে নিরপেক্ষ হয় সে বিষয়ে আপনারা সহযোগিতা করবেন।


তিনি আরো বলেন, দোলাইরপাড় গোল চত্বরের পাশে পুলিশ বক্স করুন- ওই পুলিশ বক্সে যাতে সার্বক্ষণিক পুলিশ থাকে। এছাড়া জুরাইন রেলগেটে যে পুলিশ বক্স আছে তার আশেপাশে পরিবেশ খুব খারাপ। আমরা রাজনীতিবিদরা পোস্টার ফেস্টুন দিয়ে ভরে ফেলেছি। তার আড়ালে বসে কমবয়সী ছেলেরা ওপেনলি পলিথিনে সলিউশন (ড্যান্ডি) সেবন করে। আপনাদের অনুরোধ করছি জুরাইনের ওই জায়গাটা সুন্দর করে পরিচর্যা করার জন্য যাতে পুলিশের উপস্থিতি সার্বক্ষণিক টের পাওয়া যায়। এই জন্য আমি আপনাদের পাঁচ লক্ষ টাকা বরাদ্দ দিলাম। এছাড়াও, এখানে উপস্থিত জনপ্রতিনিধিদের অনুরোধ করবো, আপনারা পুলিশকে সহায়তা করুন মাদকের বিষয়ে জিরো টলারেন্সের বিষয়ে।


ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল প্রমুখ।


বিবার্তা/এসবি/রোমেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com