বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : ড. মঈন খান
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০১:৫৪
বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে : ড. মঈন খান
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার ভোটের বাক্স দখল করে যাকে খুশি তাকে এমপি বানাচ্ছে।


বুধবার (২৯ মে) দুপুরে পলাশ উপজেলার চরনগর্দীস্থ বিএনপি কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সরকার যতই গলাবাজি করুক আর অস্বীকার করুক কোনো কাজে আসবে না। সাধারণ মানুষ বর্তমান সরকারের সব অপকৌশল বুঝে গেছে। যারা সরকার পরিচালনা করছে তারা জনগণের তোয়াক্কা করে না। এ জন্যই তৃতীয় ধাপেও সরকারের পাতানো প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করেছে জনগণ।


পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে চরনগর্দীস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী।


বিবার্তা/কাম্রুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com