শিরোনাম
জঙ্গিবাদ প্রতিহতে প্রয়োজন জাতীয় ঐক্য : ন্যাপ
প্রকাশ : ২৮ মার্চ ২০১৭, ১৯:১৭
জঙ্গিবাদ প্রতিহতে প্রয়োজন জাতীয় ঐক্য : ন্যাপ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জঙ্গিবাদ আর উগ্রবাদকে দলীয় সমস্যা নয়, জাতীয় সমস্যা উল্লেখ করে বাংলাদেশ ন্যাপ নেতৃবৃন্দ বলেছেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী দিয়ে নয়, জঙ্গিবাদ প্রতিহত করতে জাতীয় ঐক্যের প্রয়োজন। দেশে জঙ্গিবাদ বন্ধ করতে হলে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। তাহলেই জঙ্গিবাদ মোকাবেলা করা সম্ভব।


মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ যাদু মিয়া মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভায় নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।


আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক আহসান হাবিব খাজা, মতিয়ারা চৌধুরী মিনু, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, যুব ন্যাপ সমন্বয়কারী বাহাদুরন শামিম আহমেদ পিন্টু, যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, জাতীয় ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, আজকের সঙ্কটপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে স্বাধীনতার চেতনা জাতীয় ঐক্যের আদর্শ ধারণ করে তার ভিত্তিতেই আমাদের এগিয়ে যেতে হবে। দোষারোপের রাজনীতির অপসংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে এবং সম্প্রতি সিলেটে জঙ্গিবাদের আত্মপ্রকাশ, আত্মঘাতি সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।


তিনি আরো বলেন, দোষারোপের রাজনীতি দিয়ে জঙ্গিবাদ উগ্রবাদ দমন করা যাবে না। এতে তাদের লালন পালন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা সেনাবাহিনী দিয়েও জঙ্গিবাদ দমন সম্ভব নয়। জঙ্গিবাদ দমনে গণতান্ত্রিক পরিবেশ প্রয়োজন। প্রয়োজন জাতীয় ঐক্য।
ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, আজকে আমাদের দেশে জঙ্গিবাদ ও উগ্রবাদ উত্থানের ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেটা বাংলাদেশের জন্য একটি ভয়ঙ্কর পরিস্থিতি বলে আমরা মনে করি। জঙ্গিবাদ ও উগ্রবাদ রুখতে সরকারের কাছে আমাদের আহ্বান অবিলম্বে দেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় সংলাপের আয়োজন করুন।


তিনি বলেন, দেশে যদি গণতান্ত্রিক অধিকার না থাকে, সমান অধিকার না থাকে, একদলীয় শাসনের বলয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে সেখানে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান অবধারিত।


সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, স্বাধীনতার চেতনা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে সামনে দিনগুলো আমাদের জন্য আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। বর্তমানে দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু মানুষ বিভ্রান্ত হয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় মগ্ন আছে। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন ও সক্রিয় থাকতে হবে, যাতে করে জঙ্গিবাদ ও উগ্রবাদের উত্থান বাংলাদেশে না হয়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com