শিরোনাম
গণহত্যা দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৮:৩৯
গণহত্যা দিবসে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের আলোচনা সভা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় গণহত্যা দিবস- ২০১৭ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স মিলনায়তনে শনিবার ‘মুক্তিযুদ্ধে গণহত্যা-চরম মানবাধিকার লঙ্ঘন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কবি কাজী রোজী। বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিচারপতি আব্দুস সালাম মামুন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুস সালাম খান, জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া ও সংগঠনের উপদেষ্টা, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. তোফাজ্জল হোসেন।


কবি কাজী রোজী এমপি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে গণহত্যার দায় সমগ্র মানব সভ্যতার। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে যে গণহত্যায় মেতে উঠেছিল, তা শুধু এই দেশে নয় সমগ্র বিশ্বের ইতিহাসে এক জঘন্য কালো অধ্যায়। এই গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন।


লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর বর্তমান সরকার ২৫ মার্চকে জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এই দিবসটি আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বর্তমান সরকারের চলমান প্রচেষ্টা অব্যাহত থাকলে শিগগিরই দিবসটি সারাবিশ্বে পালিত হবে বলে আমরা আশা করি। তাহলে শুধু বাংলাদেশ নয় বিশ্ব কলঙ্ক মুক্ত হবে।


অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কোষাধ্যক্ষ সেবিকা রাণী, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের মহাসচিব আতাউর রহমান, সাব এডিটর কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি মুহম্মদ আবদুল খালেক, কৃষক শ্রমিক পার্টি- কেএসপির চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, শহীদ কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, মোহা. রোকনউদ্দিন পাঠান, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মো. সিদ্দিকুর রহমান, মো. আবুল কালাম আজাদ প্রমুখ।


আলোচনা শেষে শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com