শিরোনাম
মুক্তিযুদ্ধ নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ নেই
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৮:১৯
মুক্তিযুদ্ধ নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের কোনো বিষয় নিয়ে জাতির মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ নেই। এগুলোকে দলীয়ভাবে নিয়ে কৃতিত্ব নেয়ার কিছু নেই। বরং সামগ্রিকভাবে যাতে দিনটি পালন করা যায়, সেজন্য ঐকমত্য প্রয়োজন।


তিনি বলেন, ২৫ মার্চ নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানের সেনাবাহিনী ইতিহাসের যে বর্বর ও নৃশংসতম হত্যকাণ্ড চালিয়েছিল, তার মতো গণহত্যা আর একটিও নেই। এই হত্যকাণ্ডের ঘটনা ভাষায় প্রকাশ করা যাবে না।


শনিবার নয়াপল্টস্থ যাদু মিয়া মিলনায়তনে "ভয়াল ২৫ মার্চ কালো দিবস ও গণহত্যা দিবস" উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা ভুইয়া এ কথা বলেন।


মোস্তফা ভুইয়া বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আমাদের জাতির গৌরবের অধ্যায়। আর এই গৌরবের অর্জন জাতীয় ঐক্যের মাধ্যমেই রক্ষা করতে হবে। জাতির এই গৌরবকে দলীয়করণ বা বিতর্ক সৃষ্টি করার সুযোগ নেই। তিনি ২৫ মার্চের এই কালো দিনে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় শহীদদের অমর স্মৃতির প্রতি গভীরতম শ্রদ্ধা জ্ঞাপন করেন।


ন্যাপ’র নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক মতিয়ারা চৌধুরী মিনু, নগর যুগ্ম আহ্বায়ক আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, যুব ন্যাপ যুগ্ম সমন্বয়কারী জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল কাউছারী, জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী সোলায়মান সোহেল প্রমুখ।


বিবার্তা/বিপ্লব/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com