শিরোনাম
জাতীয় গণহত্যা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
প্রকাশ : ২৫ মার্চ ২০১৭, ১৫:৪৫
জাতীয় গণহত্যা দিবসে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাজধানীর রায়ের বাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।


শনিবার সংগঠনের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনকরেন।


এর আগে, গত ১১ মার্চ জাতীয় সংসদে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনেরপ্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয়। অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী গণহত্যাকে সংজ্ঞায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন সংসদে বলেন, জাতিসংঘ ১৯৪৮ সালের ৯ ডিসেম্বর ‘জেনোসাইড কনভেনশন’ গ্রহণ করে। ২০১৫ সালের ৯ ডিসেম্বরকে‘জেনোসাইড ডে’ হিসেবে ঘোষণা দেয়। কাজেই আমাদের কাছে সেই সুযোগ রয়েছে। জাতিসংঘের কনভেনশন অনুযায়ী আমরা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে গ্রহণ করতে পারি।


এ বছরই প্রথম সারাদেশে জাতীয়ভাবে গণহত্যা দিবস পালিত হচ্ছে।


বিবার্তা/ওরিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com