শিরোনাম
‘কার চাহিদা পূরণের জন্য এ ভারত সফর’
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১৭:৩৬
‘কার চাহিদা পূরণের জন্য এ ভারত সফর’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ভারত সফরে প্রধানমন্ত্রী দেশের স্বার্থবিরোধী সামরিক চুক্তিতে সই করবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু। তিনি প্রশ্ন তুলেছেন, কার চাহিদা পূরণের জন্য এ ভারত সফর?


শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে কৃষক দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দেশের জনগণের কোনো চাহিদা নেই উল্লেখ করে প্রধানমন্ত্রীকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে যেয়ে কোনো প্রকার চুক্তি না করার আহবান জানান তিনি।


রিজার্ভ চুরি প্রসঙ্গে খসরু বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ২ মাস পরে আমরা চুরির খবর জানতে পেরেছি। তাও অন্য দেশের গণমাধ্যম থেকে। প্রধানমন্ত্রী ভারত সফরে সামরিক চুক্তি করবেন। এটাও ভারতের গণমাধ্যমের পর আমাদের দেশের গণমাধ্যমে এসেছে।


তিনি বলেন, রিজার্ভ চুরির পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু তারা এখনো কোনো রির্পোট দিতে পারেনি। তাহলে কেনো এ কমিটি? তিনি জানান, ফিলিপাইন বলেছে রিজার্ভ চুরির ঘটনা ব্যাংকের ভিতর থেকে হয়েছে। তাই তারা অবশিষ্ট টাকা ফেরত দেবে না। সুতরাং বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার পিছনে জনমনে প্রশ্ন উঠতেই পারে।


কৃষক দল আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতা ও মেজর জিয়ার ঘোষণা’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু।


বিবার্তা/বিপ্লব/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com