শিরোনাম
‘বিএনপির কিছু কিছু নেতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন’
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ০০:৪৮
‘বিএনপির কিছু কিছু নেতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের কড়া সমালোচনা করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু । বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন,


“রাজধানীতে একটি অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে বিশ্ব ব্যাংক কে তদন্ত করার অনুরোধ জানিয়েছেন। তার এই বক্তব্য শুনে মনে হয় বিএনপির কিছু কিছু নেতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের কোনো আর্থিক অংশ গ্রহন নাই, পদ্মা সেতুর কাজ এখনও সম্পূর্ণ হয় নাই।


কাজ সম্পূর্ণ হওয়ার আগে বিশ্ব ব্যাংকের কাছে দুর্নীতির তদন্ত করতে বলা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। বিশ্ব ব্যাংক যদি বাংলাদেশের দুর্নীতি তদন্ত করে তাহলে দুর্নীতি দমন কমিশনের কাজ কি?


বিএনপি নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি নেতারা নিজেদের জাতীয়তাবাদী দাবি করে কিন্তু সকল ক্ষেত্রেই প্রভু ভাবে বিদেশীদের। আমরা মনে করি কোন কাজ না করেই পরের ত্যাগ তিতিক্ষাকে ব্যবহার করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বিএনপির এক শ্রেণীর নেতা যারা কর্র্মী বিমুখ ও জনতা বিমুখ মানুষ।


তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলের নেতৃত্ব নিয়ে তারা দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়েছে। তাদের জাল দলিলে অপরের জায়গা দখল ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের হাজার হাজার প্রমাণ দেশবাসীর কাছে আছে। গত ১০ বৎসর ক্ষমতার বাইরে থেকে বিএনপির এই শ্রেণীর নেতারা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, তাদের পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা অত্যন্ত জরুরী।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com