রাজনীতি
রমজানে মানুষকে জিম্মি করলে রেহাই নেই: নানক
প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ১৩:০৪
রমজানে মানুষকে জিম্মি করলে রেহাই নেই: নানক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাসে বাজারদর কমলেও আমাদের দেশের ব্যবসায়ীরা মানুষকে জিম্মি করে উপার্জনের পথ বেছে নেয়। এবার রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।


রবিবার (১০ মার্চ) সকালে শ্যামলী মাঠের সামনে রমজান উপলক্ষ্যে মাসব্যাপী সুলভমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


এ সময় ব্যবসায়ীদের হুঁশিয়ারি করে নানক বলেন, রমজান মাসে মানুষকে জিম্মি করলে কেউ রেহাই পাবে না। রমজানে বাজার দর কম হওয়া উচিত। ব্যবসায়ীদের সবকিছু সুলভমূল্যে বিক্রি করা উচিত।


তিনি বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী থাকাকালে বাজারের সম্পর্কে আমার ধারণা হয়েছে। কৃষকের কাছে থেকে ১০ টাকায় কেনা ফুলকপি কারওয়ান বাজার হয়ে অন্য মার্কেটে ৫০ টাকা হয়ে যায়। মাঝখানে বিরাট শুভঙ্করের ফাঁকি, এটা আশ্চর্যজনক।


পাটমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বাজারদর নিয়ে বারবার সতর্ক করেছেন, কঠিন বার্তা দিয়েছেন। তারপরও বাজারদর নিয়ন্ত্রণে আসছে না। তাই কারসাজিকারীদের চ্যালেঞ্জ দিয়েছি পুরো রমজানে সুলভমূল্যে পণ্যসামগ্রী বেচাবিক্রির। আজ (রবিবার) সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র চালু করেছি।


অন্যান্য সংসদ সদস্যদেরকে অনুরোধ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাজার নিয়ন্ত্রণের একমাত্র উপায় সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রয় কেন্দ্র খোলা। আমাদের ১৫ বছর ক্ষমতা রাখা জনগণের জন্য একটি মাস পরিশ্রম করে দেখাতে হবে।


‘দখলদার সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ বিএনপি নেতাদের এমন কথা শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে জানিয়ে নানাক বলেন, সাধারণ জনগণের কাছে এটি একটি হাস্যকর কথায় পরিণত হয়েছে।


তিনি বলেন, লন্ডনের সুতার টানে বাংলাদেশের জনগণ কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে যাবে না। জনগণের বিরুদ্ধে জনগণ যাবে না। জনগণ শেখ হাসিনা পাশে আছে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com