স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ১৭:৩৮
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর পৌঁছেছেন মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্বাস্থ্য পরীক্ষার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুরে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


৪ মার্চ, সোমবার বিকেল ৩টার দিকে তারা সিঙ্গাপুর পৌঁছান।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।


এর আগে, সকাল সাড়ে আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বিএনপি মহাসচিবের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও আছেন।


ফখরুলের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, হেলথ চেকআপ করাতে স্যার সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন। সিঙ্গাপুরে একটি ক্লিনিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাবেন। ইতোমধ্যে ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্টও করা হয়েছে। ১৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরবেন।


২০১৫ সালে কারাবন্দি অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।


সর্বশেষ গত বছরের ৯ ফেব্রুয়ারি রাতে সস্ত্রীক সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ১৭ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।


উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর ভোরে গ্রেফতার হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি মুক্তি পান মির্জা ফখরুল।


কারামুক্তির পর গণমাধ্যমকে এড়িয়ে চলছেন তিনি। মুক্তির পর মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বিএনপি মহাসচিব। এছাড়া সংবাদ সম্মেলন কিংবা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি। শুধুমাত্র দলীয় কয়েকজন সিনিয়র নেতা এবং গণতন্ত্র মঞ্চ ও ১২ দলীয় জোট নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পান।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com