
বেইলি রোডে অগ্নিকাণ্ডে আহতদের সহযোগিতায় বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে।
২৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ এর দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের উদ্ধার, অগ্নি নির্বাপণ ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা- কর্মীরা ক্রিয়াশীল রয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এ আগত হতাহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহ, তথ্যদান, প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ হেল্পডেস্ক চালু করেছে।
বিজ্ঞপ্তিতে যে কোন সহযোগিতার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে,
আবু সাঈদ আল মাহমুদ (০১৭৭৩১৯৪৯৬৫), সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা।
মো. ইরতিজা হাসান ফয়সাল (০১৭৪১৯৮৫৯৯০), সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]