
ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার ধারাবাহিকভাবে বিরোধীদলের ওপর নিপীড়ন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
২৫ ফেব্রুয়ারি, রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।
তিনি বলেন, নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করে আন্দোলন দমানোর কৌশল কোনোভাবেই সফল হবে না। এমনকি যারা এসবের সাথে জড়িত তাদের ভবিষ্যতে বিচারের মুখোমুখি করার কথাও জানান তিনি।
রিজভী বলেন, বাজার অস্থিরতাসহ জনগণের সমস্যার সমাধানের দিকে না তাকিয়ে সরকারের মন্ত্রীরা বিএনপি’র ওপর দায় চাপানোতেই ব্যস্ত।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]