শিরোনাম
ছাত্রলীগ নেতার মানবিকতা
প্রকাশ : ২১ মার্চ ২০১৭, ১৯:১২
ছাত্রলীগ নেতার মানবিকতা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দূর্ঘটনা কবলিত রিক্সাচালক জাহিদ হোসেনকে উদ্ধার করে প্রাণে বাঁচালেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানি। একই সাথে জাহিদ হোসেনের দুই সন্তান রুবেল ও রাকিবের পড়াশুনার ভারও নিয়েছেন তিনি।


সোমবার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একটি মাইক্রোবাস জাহিদ হোসেনকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার ডান পায়ের পুরো অংশ থেতলে যায়। এসময় নিজের কোলে তুলে নিয়ে জাহিদ হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান গোলাম রাব্বানী। এরপর রাতেই অপরারেশন করা হয়। টানা ৯ ঘন্টা অপরারেশন শেষে রোগীকে ঢাকা মেডিকেলের ১০১ নং ওয়ার্ডের ২নং বেডে নেয়া হয়। তবে শেষ পর্যন্ত জাহিদের ডান পা টি কেটে ফেলা হয়েছে।


জানা গেছে, জাহিদ হোসেনের বাড়ি বগুড়া জেলায়। তার স্ত্রী নাম রূপালী বেগম এবং দুই সন্তান- রুবেল(১২) ও রাকিব(৭)।


আহত জাহিদ হোসেনের উদ্ধারকরী গোলাম রাব্বানী বিবার্তাকে বলেন, সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদমিনার গেটে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রিক্সাওয়ালা জাহিদুলকে সহায়তা করা আমাদের মানবিক দায়িত্ব, আমাদের সকলেরই এরকম মানবিক কাজে এগিয়ে আসতে হবে।


সাহায্যের জন্য রূপালী বেগমের বিকাশ নং : ০১৯৯২২৯৬৩৮৮


বিবার্তা/ওরিন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com