আরও একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর রমনা মডেল থানার নাশকতার মামলায় পেয়েছেন বিএনপির এই নেতা। তবে অন্যান্য মামলায় জামিন না পাওয়া পর্যন্ত মুক্তি পাচ্ছেন না তিনি।
১৮ ফেব্রুয়ারি, রবিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আরও একাধিক মামলায় গ্রেপ্তার রয়েছেন মির্জা আব্বাস। ওই সব মামলায় জামিন পেলে তবেই তিনি কারামুক্ত হতে পারবেন। আমরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছি।
উল্লেখ্য, গত বছরের ৩১ অক্টোবর রাতে নাশকতার এক মামলায় ঢাকার শহীদবাগ থেকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]