
এবার দলের কো-চেয়ারম্যান ও মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাকে দলীয় পদ-পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রওশনপন্থী জাতীয় পার্টির অনুষ্ঠানে অংশ নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাবলাকে বহিষ্কার করা হয়।
১৮ ফেব্রুয়ারি, রবিবার জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে সৈয়দ আবুল হোসেন বাবলাকে পার্টির কো-চেয়ারম্যান পদসহ দলীয় সকল পদপদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। এটি ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এর আগে দুপুর ১২টায় গুলশানে রওশন এরশাদের সংবাদ সম্মেলনে যোগ দেন বাবলা।
জিএম কাদের দলের চেয়ে নিজেকে বড় ভাবছেন, সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়ে বাবলা বলেন, যে লক্ষ্যে হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন, জিএম কাদের সে লক্ষ্য থেকে দূরে সরে গেছেন। আব্রাহাম লিংকন বলেছেন নিজের থেকে দল বড়, দল থেকে দেশ বড়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দেশের থেকে দল বড়। দলের থেকে নিজ বা আমি বড়, আমি থেকে আমার স্ত্রী বড়। এটা হতে পারে না। এভাবে কোনো দল চলতে পারে না।
তিনি আরও বলেন, রওশনের নেতৃত্বে জাতীয় পার্টি আগামীতে বৃহত্তর দল হবে। আগামী দিনে এই দল ক্ষমতায় যাবে।
এর আগে, দলের কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহয়া চৌধুরী, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদাকে বহিষ্কার করেন জিএম কাদের।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]