মির্জা ফখরুলের জন্মদিনে কারাগারে দেখা করলো পরিবার
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩
মির্জা ফখরুলের জন্মদিনে কারাগারে দেখা করলো পরিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিবছর জন্মদিনের ভোরে অস্ট্রেলিয়া প্রবাসী বড় মেয়ের টেলিফোনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘুম ভাঙলেও এবার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ছোট কক্ষে সকালটা কেটেছে ‘একাকীত্বে’। ২৯ অক্টোবর থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


২৬ জানুয়ারি, শুক্রবার তার ৭৮ জন্মদিন। ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁয়ে তিন জন্মগ্রহণ করেন।


এদিন সকাল ১১টায় গুলশানের বাসা থেকে স্ত্রী রাহাত আরা বেগম তার ছোট মেয়ে এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বোনকে নিয়ে কারাগারে যান।


রাহাত আরা বেগম বলেন, উনার শরীরটা ভালো না। ওয়েট কমে গেছে পাঁচ কেজি। বুঝতেই পারছেন… মনটা আমার ভালো না। আমরা তিনজন সকালে কেরানীগঞ্জ গিয়েছিলাম… দেখা হয়েছে…. কিছু সময় থেকে চলে এসেছি। দোয়া করবেন উনার জন্য।


দুই মেয়ে আর স্ত্রীকে নিয়ে এই প্রবীণ রাজনীতিবিদের জীবন।


বড় মেয়ে মির্জা শামারুহ অস্ট্রেলিয়া প্রবাসী ক্যানবেরায় ফেডারেল মেডিকেল কাউন্সিলের সিনিয়র সাইন্টিস্ট হিসেবে কাজ করছেন। ছোট মেয়ে মির্জা সাফারুহ ঢাকার ধানমন্ডিতে একটি ইংরেজী মাধ্যমের স্কুলে শিক্ষকতা করেন।


গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশ পন্ড করে দেয়ার পরের দিন গুলশানে বাসায় থেকে গ্রেফতার করা হয় দলটির মহাসচিবকে। প্রধান বিচারপতির বাসভবন ভাঙচুরের ঘটনায় মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত ২৮ অক্টোবরে পল্টন ও রমনা থানায় পুলিশ বাদী হয়ে মোট ১১টি মামলা করে। এসব মামলার ৯টির এজহারে মির্জা ফখরুলের নাম রয়েছে।


পল্টন ও রমনা থানার পৃথক নয়টি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন হয়েছে মহানগর মুখ্য হাকিম আদালতে হয়েছে।


আইনজীবীরা জানান, এখনো আরও একটি মামলায় তার জামিন বাকি আছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়েরর অর্থনীতি বিভাগের কৃতি ছাত্র ছাত্রজীবনে বাম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন তিনি। জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়ার আগে ঢাকা কলেজসহ কয়েকটি সরকারি কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। সরকারি চাকুরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মির্জা ফখরুল। ২০১৬ সাল থেকে বিএনপির মহাসচিব হিসেবে টানা দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।


বর্তমান সরকারের আমলে অতীতেও কয়েক দফা গ্রেফতার বন্দিত্ব জীবন কাটাতে হয়েছে এই প্রবীন রাজনীতিককে।


বিবার্তা/রুবেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com