বিএনপি ডামি হয়ে গেছে, নেতাকর্মীরা হতাশ: কাদের
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:১০
বিএনপি ডামি হয়ে গেছে, নেতাকর্মীরা হতাশ: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপির নেতাকর্মীরা হতাশ হয়ে পড়ায় আন্দোলনের ডাকে তারা সাড়া দেবে না বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতাকর্মীরাই হতাশ। বিএনপির নেতাদের ডাকে তাদের নেতাকর্মীরাই সাড়া দেবে না, জনগণ তো দূরে থাক।


২৬ জানুয়ারি, শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


বিএনপিকে ডামি দল উল্লেখ করে তিনি বলেন, ওরা ডামি হয়ে গেছে। শোকে পাথর হয়ে গেছে। নেতাকর্মীদের ঘুম নেই। সব আশা হারিয়ে ফেলেছে, সব হতাশায়। ওরা আন্দোলন করবে? সারা বাংলাদেশে উত্তাল আন্দোলন হবে, জনতার ঢল নামবে, এসব শুনে ঘোড়াও হাসে। এরা নিজেদেরকে নিজেরাই ভুয়া করে ফেলেছে।


নির্বাচন না করে বিএনপি যে ভুল করেছে তা অচিরেই টের পাবে বলে মন্তব্য করে কাদের বলেন, বিএনপির এই মুহূর্তে কোনও আশা নেই। নিষেধাজ্ঞাও নেই, ভিসা নীতিও নেই, ভিসা নিষেধাজ্ঞার আশায় আশায় দিন চলে যায়, রাত পোহায়, এ হলো বিএনপি।


ওবায়দুল কাদের বলেন, তাদের এখন কালো পতাকা মিছিল, এটা হচ্ছে শোক পালনের কর্মসূচি। কালো পতাকা শোকের চিহ্ন, তাহলে তারা নিজেরাই জাতিকে বলে দিচ্ছে আমরা (বিএনপি) পরাজয় বরণ করেছি। সেই জন্য আমরা আজ শোকের কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েছি।


আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হাতে দমন করারও হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন চালান। কিন্তু আন্দোলনের নামে সহিংসতা করবেন, মানুষের রুটি-রোজগারে বাধা দেবেন, হরতাল অবরোধের নামে অগ্নি সন্ত্রাস করবেন, এটা কঠোর হস্তে দমন করা হবে। এসব ব্যাপারে কোনও ছাড় নেই।


কাদের আরও বলেন, অনেক ভোগান্তি এ দেশে হয়েছে। আন্দোলনের নামে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। আর এসব অপকর্ম করলে তার শাস্তি পেতেই হবে। কঠোরভাবে দমন করবো, এটাই সিদ্ধান্ত আমাদের।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com