চীনা কমিউনিস্ট পার্টির ভাইস-মিনিস্টারের সাথে বামপন্থী নেতৃবৃন্দের বৈঠক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৪১
চীনা কমিউনিস্ট পার্টির ভাইস-মিনিস্টারের সাথে বামপন্থী নেতৃবৃন্দের বৈঠক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস-মিনিস্টার মিজ্ সান হাইয়ানের সাথে বাংলাদেশের বামপন্থী দলগুলির নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


২৫ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় হোটেল ওয়েস্ট ইনের বল রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে) এর সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া।


বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা, আঞ্চলিক পরিস্থিতি, বিশ্ব পরিস্থিতি, চীনা কমিউনিস্ট পার্টির সাথে দক্ষিণ এশিয়ার কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি, বামপন্থী পার্টি, প্রগতিশীল পার্টিগুলির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


বৈঠকে বামপন্থী দলগুলোর নেতৃবৃন্দ বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি করা, রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফেরত নিয়ে যাবার বিষয়ে চিনের সুনির্দিষ্ট ও শক্ত কূটনীতিক ভূমিকা ইত্যাদি বিষয়ে চিনা কমিউনিস্ট পার্টির সহযোগিতা কামনা করেন।


এসময় তারা এক চীন নীতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ন্যাটোভুক্ত দেশগুলির নগ্ন সমর্থনের তীব্র নিন্দা জ্ঞাপন করেন।


বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপী একাধিপত্য প্রতিষ্ঠার নয়া সাম্রাজ্যবাদী সমরবাদী আগ্রাসী তৎপরতা প্রতিরোধে চিনা কমিউনিস্ট পার্টিকে সাম্রাজ্যবাদ বিরোধী আন্তর্জাতিক রাজনৈতিক ঐক্য গড়ে তোলার জন্য আরও সুনির্দিষ্ট উদ্যোগী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


এসময় বৈঠকে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ওর্য়ার্কাস পার্টির পলিট ব্যুরোর সদস্য এনামুল হক ইমরান, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com