উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আগামীকাল (রবিবার) ফের সিঙ্গাপুর নেয়া হবে।
২০ জানুয়ারি, শনিবার বিকেলে ড. মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মারুফ হোসেন বলেন, ‘রবিবার রাত সাড়ে ১১টার ফ্লাইটে তাকে উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নিয়ে যাবো। আমার বাবার জন্য সকলের কাছে দোয়া চাইছি।’
তিনি বলেন, এভার কেয়ারে ভর্তি করার পরে ভেবেছিলাম তিনি সুস্থ হয়ে যাবেন, কিন্তু তেমন কোনো লক্ষণ নেই। এ কারণে বাবাকে ফের সিঙ্গাপুর নেয়ার প্রস্তুতি নিচ্ছি।
এর আগে গত বছরের ১৭ জুন বিএনপির দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপির এই সিনিয়র নেতা। রাতে হঠাৎ বেশি খারাপ লাগা অনুভব করলে খন্দকার মোশাররফ হোসেনকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন তাকে হাসপাতাল থেকে বাসায় নেয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হয়।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বিবার্তা/রুবেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]