
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, শুভেচ্ছা বিনিময়ের জন্য ফুলের তোড়া বা ঝুড়ি নয়, একটি ফুলই যথেষ্ট।
আমার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য কেউ ফুলের তোড়া নিয়ে আসবেন না, প্রয়োজনে একটি গোলাপ দিতে পারেন। অযথা অপচয় করবেন না।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার এমপি হিসেবে শপথ নেয়ার পর প্রথম এলাকায় আগমন উপলক্ষ্যে ফুলগাজীতে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে শুভেচ্ছা জানাতে বা আমার মিছিলে অংশ নিতে কেউ মোটরসাইকেলের শোডাউন করবেন না, এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। একটি দুর্ঘটনার মাধ্যমে সকল আনন্দ নিমিষে ম্লান হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুরে ফুলগাজী ও পরশুরামের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী এবং ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন নাসিম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পৌর মেয়র নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী সাজেল, ফুলগাজী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হারুন মজুমদার প্রমুখ।
এরপর নেতাকর্মীদের সাথে নিয়ে পরশুরামে পিতার কবর জিয়ারত করেন আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]