
প্রায় পাঁচ মাস পর এভারকেয়ার হাসপাতাল ছাড়লেন খালেদা জিয়া। ১১ জানুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৫টায় বসুন্ধরা এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে খালেদা জিয়া বাসায় যাচ্ছেন। তবে তার চিকিৎসা এখন বাসায় গিয়ে করবেনচিকিৎসকগণ ।
গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজায়’ দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান উপস্থিত রয়েছে।
গত ৯ আগস্ট গুরুতর অসুস্থ হয়ে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখানকার বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড এর অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।
৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আর্থাইটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]