জাতীয় পার্টির কার্যালয়ে পরাজিত প্রার্থীদের অবস্থান
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮
জাতীয় পার্টির কার্যালয়ে পরাজিত প্রার্থীদের অবস্থান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়া দলটির পরাজিত প্রার্থীরা। এতে করে বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হওয়ায় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা।


১০ জানুয়ারি, বুধবার সকাল থেকেই নেতাকর্মীরা জড়ো হন বনানী কার্যালয়ের সামনে। পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।


এদিকে অবস্থান নেয়া জাপা নেতাদের দাবি- নির্বাচনে পরাজয়ের পর থেকে শীর্ষনেতারা ফোন ধরছেন না। তারা কোনো যোগাযোগ করছেন না তৃণমূল নেতাদের সঙ্গে। তাদের দাবি- বর্তমান কমিটি এরশাদ হাতে গঠিত জাতীয় পার্টিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।


এবারের নির্বাচনে ২৬৫টি আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। এর মধ্যে ২৬টি আসন ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ। নির্বাচন শুরুর কয়েক দিন আগে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রার্থীতা প্রত্যাহার করেন ৭০ জনেরও বেশি প্রার্থী।


সবশেষে ১১টি আসনে জাপার প্রার্থী বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পর জাপার এমপিরা শপথ নেয়া নিয়েও শুরু করে নানান নাটকীয়তা। তবে সব কিছুর পর আজই তারা শপথও গ্রহণ করছেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com