
শুধু ডামি প্রার্থী আর ডামি দল নয় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করতে আওয়ামী লীগ এবার রাষ্ট্রীয় বিপুল টাকা ব্যয় করে ডামি পর্যবেক্ষকও এনেছে বলে অভিযোগ করেছে এবি পার্টি।
৯ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে বিজয়নগরে এক প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি এ কথা বলে দলটি।
এবি পার্টি নেতারা বলেন, যেসব দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র নেই, যারা নিজেরাই দূর্নীতি ও অনৈতিক আচরণের জন্য দণ্ডিত এবং নীতিগতভাবে ফ্যাসিবাদের সমর্থক এরকম ডামি পর্যবেক্ষক এনে একটা জন প্রত্যাখ্যাত নির্বাচনকে স্বীকৃতি দেয়ার চেষ্টা খুবই হাস্যকর এবং সরকারের দেউলিয়াত্বের নির্লজ্জ প্রমাণ।
অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, আওয়ামীলীগ এমন এক প্রহসনের নির্বাচন করেছে যেখানে কুকুর, বিড়াল আর ভেড়ার পাল হাজির হয়েছে কোন ভোটার হাজির হয়নি। সাংবাদিক আর বিদেশি দেখলেই ডামি ভোটার লাইন দাঁড় করিয়েছেন, সাংবাদিকও নাই লাইনও নাই। তেমনি কিছু সাদা চামড়ার মানুষ ভাড়া করে, ডামি পর্যবেক্ষক নিয়ে আসা হয়েছে। এই প্রহসনের নির্বাচন জাতি মেনে নেয়নি, গণতান্ত্রিক বিশ্ব মেনে নেয়নি। এই অবৈধ সংসদ আমরা চলতে দিতে পারিনা, আমরা গণতান্ত্রিক বিশ্বকে বলবো একটি একতরফা প্রহসনের নির্বাচনকে আপনারা স্বীকৃতি দিবেন না। এই সংসদ আমরা মেনে নিবোনা, জাতিও মেনে নেবেনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিবার্তা/রুবেল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]