ঢাকা-১৯ আসন
নৌকার থেকে গতিতে এগিয়ে মুরাদের ঈগল
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০০:০৩
নৌকার থেকে গতিতে এগিয়ে মুরাদের ঈগল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বেশ কয়েকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করেছে।


৭ জানুয়ারি, রবিবার সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।


ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের বেশ কয়েকটি কেন্দ্রে বিপুল ভোটের ব্যবধানে পিছিয়ে প্রতিমন্ত্রী এনামুর রহমান। রবিবার বেসরকারিভাবে প্রাপ্ত সবশেষ ফলাফলে এমন তথ্য জানা গেছে। এ আসনে মোট কেন্দ্র আছে ২৯২টি।


এরমধ্যে ১৮১ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের ডা. মো. এনামুর রহমান পেয়েছেন ৩২৮৫১ ভোট।


এগিয়ে আছেন অপর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে লড়াই করা তালুকদার মো. তৌহিদ জং (মুরাদ)। তিনি ১৮১ কেন্দ্র থেকে ৩২৮৫১ ভোট পেয়েছেন।


ঢাকা-১৯ আসন সাভার উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ এই আসনটিতে মোট ভোটার ৭ লাখ ৫৬ হাজার ৪১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৪৬৮ জন, নারী ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৯৩৫ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ১৩ জন। আসনটিতে সর্বমোট ভোটকেন্দ্র ২৯২টি ও ভোটকক্ষ ১ হাজার ৭০৫টি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com