
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি কেন্দ্রের ভোটে বেসরকারিভাবে এগিয়ে আছেন ঢাকা-৮ আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
৭ জানুয়ারি, রবিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়।
জানা গেছে, ঢাকা- ৮ আসনের ৮২ নম্বর কেন্দ্রে মোট ভোট পড়েছে ২৯০টি। এরমধ্যে নৌকা প্রতীকে বাহাউদ্দীন নাছিম পেয়েছেন ২৫৫টি ভোট। লাঙল ৯টি, সোনালি আঁশ ৭টি, মিনার ৪টি, টেলিভিশন ২টি, পাখি ৩টি, একতারা ২টি এবং কলার ছড়ি, আম ও মোমবাতি প্রতীকে ভোট পড়েছে ১টি করে। ফুলের মালা প্রতীকে কোনো ভোট পড়েনি। এ ছাড়া বাতিল হয়েছে ৫টি ভোট। ভোটার উপস্থিতির হার ছিল ১১ দশমিক ৮৪ শতাংশ। এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৪৪৮ জন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৬৫০ জন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]