
নির্বাচন বাতিলের দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলোর ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ল পেশাজীবী গণতান্ত্রিক জোট।
৭ জানুয়ারি, রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে পল্টন মোড় হয়ে নাইটিংগেল মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান বলেন, দেশব্যাপী একতরফা ডামি নির্বাচন প্রত্যাখান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে এ সরকারকে না বলে দিয়েছে।
তিনি বলেন, একতরফা নির্বাচনেও চলছে ভোট দখলের প্রতিযোগিতা। ডামি নির্বাচনেও তাদের জয়লাভ করতে কেন্দ্র দখল করতে সিল মারতে হচ্ছে।
তিনি বলেন, আজ্ঞাবহ ইসি ও প্রশাসনের কর্মকর্তারা সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী এখন ভৌতিক ভোটার উপস্থিতি দেখিয়ে ভোটের পার্সেন্টেজ বাড়াবে। এভাবে আর যাই হোক, এ সরকারের শেষ রক্ষা হবে না।
বিবার্তা/রুবেল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]