
বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা নির্বাচন বানচালের সব চেষ্টা করেছে। গতকালও ভোটকেন্দ্রে আগুন দিয়েছে। মানুষ এখন আর বিএনপির কথা শোনে না।
৭ জানুয়ারি, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের টাউন কমিটি (বাংলা স্কুল) মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভোলায় ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর। বিএনপি বলেছে ভোটকেন্দ্রে না যেতে। বিএনপির কথা কেউ শোনে? সব বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ ভোটকেন্দ্রে আসছে। কোনো বাধা নেই।
এদিকে শনিবার মধ্যরাতে ভোলা-৩ আসনের লালমোহন উপজেলার একটি ভোটকেন্দ্রে মোস্তাফিজুর রহমান নামে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরভুতা বাউরিয়া ভোটকেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]