
ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী এডভোকেট সানজিদা খানম বলেছেন, আমি পরীক্ষিত। ঢাকা-৪ আসনের এমপি ছিলাম। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
৭ জানুয়ারি, রবিবার দুপুর পৌনে একটার দিকে মেরাজনগরের মজিদা জলিল মডেল হাইস্কুল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
সানজিদা খানম বলেন, বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে ভোটারদের ভোটকেন্দ্র আসতে বাধা দেয়ার চেষ্টা করেছে। এই পরিস্থিতি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে। বাকি সময়টা এভাবে গেলে ইনশাআল্লাহ ভোট ভালোই হবে।
মজিদা জলিল মডেল হাইস্কুল পরিদর্শনে এসে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন সানজিদা। সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।
এর আগে সকাল দশটার দিকে আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ে তিনি ভোট দেন।
মজিদা জলিল মডেল হাইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সারোয়ার আহমদ বিবার্তাকে বলেন, বেলা ১২ টা পর্যন্ত ১৫ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, ঢাকা-৪ আসনে প্রার্থী ৯ জন। আওয়ামী লীগের দলীয় প্রার্থী সানজিদা খানম নৌকা, তৃণমূল বিএনপির রফিকুল ইসলাম সোনালি আশ, বাংলাদেশ কংগ্রেসের মো. সোহেল ডাব প্রতীক বরাদ্দ পেয়েছেন। এছাড়া, স্বতন্ত্র আওলাদ হোসেন-ট্রাক, মনির হোসেন স্বপন- ঈগল, ইয়াসিন হোসেন (বাংলাদেশ কল্যাণ পার্টি)-হাতঘড়ি, সালেহ আহমেদ সোহেল (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট)- ছড়ি, সৈয়দ আবু হোসেন বাবলা (জাতীয় পার্টি)- লাঙল, শাহ আলম (ইসলামি ঐক্য জোট)-মিনার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিবার্তা/সোহেল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]