রাজনীতি
ঢাকা-৪: নৌকা প্রতীকে ভোট দিলে দোকান পুড়িয়ে দেয়ার হুমকি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ২১:৪৯
ঢাকা-৪: নৌকা প্রতীকে ভোট দিলে দোকান পুড়িয়ে দেয়ার হুমকি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা-৪ আসনে নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট সানজিদা খানমকে নৌকা প্রতীকে ভোট দিলে এক ব্যবসায়ীর দোকান পুড়িয়ে দেয়ার হুমকির অভিযোগ উঠেছে।


৬ জানুয়ারি, শনিবার রাজধানীর শ্যামপুর থানাধীন গেণ্ডারিয়া স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে।


জানা গেছে, দোকান পুড়িয়ে দেয়ার হুমকি দেয়া নারী ফতে স্টেশন এলাকায় ব্যবসা করেন। তিনি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনের সমর্থক।


দোকান পুড়িয়ে দেয়ার হুমকি পাওয়া গেণ্ডারিয়া এলাকার ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বিবার্তাকে বলেন, আমি ১৫ দিন আগে নৌকা মার্কার পোস্টার লাগাইছি। এতোদিন কানাঘুষা শুনছি। আজকে দোকানের সামনে খাড়াইয়া গালাগালি করছে।


তিনি বলেন, ওই জায়গায় দাঁড়াইয়া বিচ্ছিরি ভাষায় কইতাছে- এই জায়গায় আগুন লাগাইয়া দিমু। ওর এতো সাহস কেন নৌকা লাগাইয়া দোকান বইরা লাইছে।


অভিযোগের বিষয়ে জানতে ফতে'র দোকানে গিয়ে তাকে পাওয়া যায়নি।


জানতে চাইলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ড. আওলাদ হোসেন বিবার্তাকে বলেন, আমরা নৌকাওয়ালার তো গ্যাঞ্জাম চাই না। আমরা নৌকার লোক, প্রাইম মিনিস্টারের লোক।


তিনি বলেন, হে (ফতে) যদি বেশি ইয়া করে তাইলে ৯৯৯ এ ফোন দিতে বলেন। হে (ভুক্তভোগী) ৯৯৯ এ অভিযোগ জানাইতে কন।


বিবার্তা/সোহেল/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com