রাজনীতি
ফকিরাপুলে যুবদলের মিছিল, আটক ১০
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৬:৪৫
ফকিরাপুলে যুবদলের মিছিল, আটক ১০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীর ফকিরাপুলে মিছিল করেছে। এ সময় পুলিশ দলটির ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।


৬ জানুয়ারি, শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।


যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নূরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে মিছিলটি শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় সেখান থেকে যুবদলের ১০ নেতাকর্মীকে আটক করে পুলিশ।


যুবদল নেতা নয়ন অভিযোগ করেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। এ সময় তাদের অনেক নেতাকর্মী আহত হন বলে দাবি এই নেতার। এছাড়া ১০ জনকে আটকের কথাও জানান তিনি।


বিবার্তা/রুবেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com